1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হালদায় অভিযান, ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা ডাকাত-আতঙ্কে মিরসরাই, রাতভর পাহারা দিচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি বিএলএস ও এসিএলএস-এ প্রশিক্ষণপ্রাপ্তরা রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে – চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি  চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের যোগদান বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার চট্টগ্রামে এনআইডি জালিয়াতি : নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা আনোয়ারায় চাতরি চৌমহনী বাজারে ময়লা-আবর্জনা অপসারণে প্রশাসনের উদ্যোগ চট্টগ্রামে পটিয়ায় র‌্যাবের অভিযান : ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

ডাকাত-আতঙ্কে মিরসরাই, রাতভর পাহারা দিচ্ছেন বাসিন্দারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
হেলাল উদ্দিন মিয়া :

চট্টগ্রামের মিরসরাইয়ে একের পর এক ডাকাতির ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মাঝরাতে অস্ত্রধারী ডাকাতদের হানার ভয়ে এখন নিজ উদ্যোগেই পাহারায় নেমেছেন অনেকেই।

১৮ নভেম্বর খৈয়াছড়া ইউনিয়নের মাছুমের তালুক গ্রামে সাবেক সেনা সার্জেন্ট আবু সুফিয়ানের বাড়িতে ঘটে ভয়াবহ ডাকাতির ঘটনা। গভীর রাতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে তাকে বেঁধে ফেলে ডাকাতরা। পরে বাড়ির নারী ও শিশুদের জিম্মি করে মারধর করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শুধু এই বাড়ি নয়—গত চার মাসে মিরসরাই উপজেলার হিঙ্গুলী, খৈয়াছড়া, মিরসরাই পৌরসভা ও দুর্গাপুর ইউনিয়নের কমপক্ষে নয়টি বাড়িতে একই কায়দায় ডাকাতি হয়েছে। এর বেশির ভাগই প্রবাসীদের বাড়ি। এসব ঘটনায় প্রায় ৪২ ভরি স্বর্ণ, তিন লাখ টাকা এবং ২২টি মোবাইল ফোন লুট হওয়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।

ডাকাতির পুনরাবৃত্তির পর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে শুরু হয়েছে স্বেচ্ছায় পাহারা ব্যবস্থা। সাত ভাগে ভাগ করা এলাকায় প্রতিদিন রাতে প্রায় ১৫০ জন তরুণ লাঠি হাতে টহল দেন। মাঝে মাঝে পুলিশের সদস্যরাও তাঁদের সঙ্গে যোগ দেন।

এ উদ্যোগের সংগঠক স্থানীয় ব্যবসায়ী সাজ্জাদুল হক বলেন, আগস্ট ও অক্টোবর মাসে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। তাই সবাই মিলে পাহারা শুরু করেছি। এরপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের তথ্যমতে, গত চার মাসে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় নয়টি ডাকাতির ঘটনায় ছয়টি মামলা হয়েছে। জোরারগঞ্জ থানায় চারটি মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হলেও মিরসরাই থানায় করা মামলায় এখনো কোনো গ্রেপ্তার নেই।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ডাকাতরা শহর থেকে এসে দ্রুত সরে পড়ে। তাদের ধরতে অভিযান চলছে। চুরি, ডাকাতি ও ছিনতাই আগের তুলনায় কমেছে। রাতে টহল জোরদার করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এলাকায় চুরি–ডাকাতি নিয়ন্ত্রণে গত এক মাসে ১০৩ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। এখন পর্যন্ত আন্তজেলা ডাকাত দলের একটি চক্র এলাকায় সক্রিয় রয়েছে। জেলা ডিবি ও র‌্যাবের সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তারে মাঠে কাজ করছি আমরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট