কাউছার সুলতানা :
চট্টগ্রামে আগ্রাবাদ এলাকায় ফুলকলি ও ফুড ফেয়ার নামক মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ২২ জানুয়ারি বৃহস্পতিবার পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে ফুলকলি, লাকী প্লাজা, আগ্রাবাদ, চট্টগ্রাম- প্রতিষ্ঠানের ফারমেন্টেড মিল্ক পণ্যের মোড়কজাত সনদ হালনাগাদ না থাকার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৪১ ধারা অনুযায়ী *৫০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারহানা জাহান মীম-এর নেতৃত্বে পরিচালিত হয়।
এছাড়া ফুড ফেয়ার, লাকী প্লাজা, আগ্রাবাদ, চট্টগ্রাম- প্রতিষ্ঠানের মোস কেক পণ্যের মোড়কজাত সনদ হালনাগাদ না থাকার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৪১ ধারা অনুযায়ী ২৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমন মন্ডল অপু-এর নেতৃত্বে পরিচালিত হয়।
উপর্যুক্ত ভ্রাম্যমাণ আদালত দুইটিতে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব প্রকৌঃ মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব এম,এ, আল নোমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ার মিষ্টি দোকানে অভিযান: জরিমানা আদায়
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়ের অফিস সূত্রে জানা যায়।