নিজস্ব প্রতিবেদক :
সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, চট্টগ্রাম এর উদ্যোগে এবং বিএসটিআই, চট্টগ্রাম ও বিস্ফোরক পরিদপ্তর, চট্টগ্রাম এর অংশগ্রহণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সেক্রেটারি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হান মহোদয়ের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
২১ জানুয়ারি পরিচালিত উক্ত আদালত ভাটিয়ারী টু পতেঙ্গা হাইওয়ের পাশে টিনশেড ছাউনি ও টিনের বেড়া দিয়ে ঘেরা একটি নামবিহীন দোকানে অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও অক্টেন বিক্রি করা অবস্থায় পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন ২০১৬ অনুযায়ী ১১ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই, চট্টগ্রাম এর কর্মকর্তা প্রকৌ: মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।