জেলা প্রতিনিধি (কক্সবাজার) :
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক)সমিতির ২০২৫-২০২৬ সনের কার্যকরী পরিষদের নির্বাচন ৃঅনুষ্ঠিত হয়।এতে সভাপতি পদে ফোরকান আহমেদ খোকন ও সাধারণ সাধারণ পদে সম্পাদক কাইছার হামিদ নির্বাচিত হয়েছেন।।
শনিবার (১০ মে) কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির হল রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ফোরকান আহমেদ খোকন-সাহাব উদ্দিন প্যানেল ও নুরুল আমিন-কাইছার হামিদ প্যানেল এই দুইটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
১৭ টি পদের মধ্যে ফোরকান আহমেদ খোকন-সাহাব উদ্দিন প্যানেল সভাপতিসহ মোট ১০টি পদে ও নুরুল আমিন-কাইছার হামিদ প্যানেল সাধারণ সম্পাদকসহ ৭ টি পদে বিজয় লাভ করেছেন।
সভাপতি পদে ফোরকান আহমদ খোকন ৩৪০ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন পেয়েছেন ২২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে কাইছার হামিদ পেয়েছেন ২৮৮ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন পেয়েছেন ২৭৩ ভোট।
এছাড়া সহ সভাপতি পদে ২ জন-হাফেজ আহমদ জিসান পেয়েছেন ২৬২ ভোট ও মো: রুহুল আমিন ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন।।তাঁদের প্রতিদ্বন্দ্বী মহিবুল্লাহ ২৪৬ ভোট ও জিয়াউর রহমান পেয়েছেন ২১৮ ভোট ।
সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে বিজয়ী মো: রবিউল করিম রবি পেয়েছেন ২৭৬ ভোট।তাঁর প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল্লাহ পেয়েছে ২১১ ভোট ও নুরুল কবির আকিব পেয়েছেন ৩৯ ভোট।
সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিজয়ী মোহাম্মদ আলমগীর পেয়েছেন ২৯৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আবুল অফা মুহাম্মদ খালেদ পেয়েছেন ২২৮ ভোট।
তথ্য ও প্রচার সম্পাদক পদে বিজয়ী সাইফুল ইসলাম পেয়েছে ২৬৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মো: ফয়সাল উদ্দিন পেয়েছেন২৬৩ ভোট।
আপ্যায়ন সম্পাদক পদে বিজয়ী সরওয়ার কামাল পেয়েছেন ৩১২ ভোট।তাঁর প্রতিদ্বন্দ্বী তাহের আহমদ সিকদার পেয়েছেন ২০৭ ভোট।
নির্বাহী সদস্য পদে যথাক্রমে- নাসির উদ্দীন, শামসুল আলম, আতাউল ইসলাম, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম মোঃ শফিউল করিম মোঃ আব্দুল্লাহ ও রিয়াজ উদ্দিন সিফাত নির্বাচিত।
উল্লেখ্য যে, নির্বাচনে দুইটি প্যানেল থেকে সর্বমোট ১৭ পদের মধ্যে ১৮ জন (নির্বাহী সদস্য পদে দুইজন সমান ভোট পাওয়ায় দ্বৈত) নির্বাচিত।
Cউক্ত নির্বাচনে মোট ৬১৯ জন ভোটারের মধ্যে ৫৭৫ জন আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মোঃ তাওহীদুল আনোয়ার।