নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিঞা এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজুল কবির ফজলু।
সোমবার(৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করায় ফজুল কবির ফজলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে রাজ পথে থাকতে গিয়ে অনেকবার জেল কাটতে হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে, রক্ত দিয়েছি রাজপথে। তবুও স্বৈরাচারী আওয়ামী শাসনের সকল প্রকার নির্যাতন সহ্য করে সাধারণ মানুষ সহ সকলের পাশে ছিলাম। আপনাদের ভালবাসায় দল আমাকে নবগঠিত আহবায়ক কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত করেছে। আগামীতে যেকোন সমস্যা আমাদের একসাথে মোকাবিলা করতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের সেবা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।