কাউছার সুলতানা :
চট্টগ্রাম মহানগরীর টেরি বাজার এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
১৫ এপ্রিল মঙ্গলবার পরিচালিত উক্ত মোবাইল কোর্টে নগরীর হাজারী গলির মুখে অবস্থিত বনফুল (ডিলার সোবাহ ফুড) প্রতিষ্ঠানকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ডায়াবেটিক মিষ্টি প্যাকেটজাত করে বিক্রয়ের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সমূহ বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
উক্ত মোবাইল কোর্ট জনাব ফারজানা সেতু, সহকারী কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসন এর নেতৃত্বে পরিচালিত হয়৷
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব জারিন তাসনিম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাশেদ, পরিক্ষক (মেট.) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়’র বিভাগীয় অফিস সূত্রে জানা যায়।