1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে এনআইডি জালিয়াতি : নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা আনোয়ারায় চাতরি চৌমহনী বাজারে ময়লা-আবর্জনা অপসারণে প্রশাসনের উদ্যোগ চট্টগ্রামে পটিয়ায় র‌্যাবের অভিযান : ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক সাপের বিষের প্রতিষেধক উপজেলা হাসপাতালে পাঠানোর নির্দেশ নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ভোট: প্রেস সচিব শফিকুল আলম গণহত্যাকারী আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফেরার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত –  শাহজাহান চৌধুরী  ঐকমতের বাইরে কথা বললে বিভেদ বাড়বে : আমীর খসরু ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রামে পটিয়ায় র‌্যাবের অভিযান : ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন মিয়া, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাব-৭ এর অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কাদের ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর সদর থানার পাটোয়ারি বাড়ির মো. আব্দুল মতিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লার মুরাদনগর উপজেলার রসুলপুল এলাকার মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়ার হাবিবুর রহমান পাড়ার মো. রাশেদুল আলম (৩৮), একই উপজেলার আল্লাই এলাকার মো. জসিম উদ্দিন (৪১) এবং জামালপুরের সরিষাবাড়ি এলাকার মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার থেকে মাদকবাহী দুটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পটিয়ার মুজাফরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান।

তল্লাশির সময় একটি মাইক্রোবাস চেকপোস্টের সামনে এসে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে সেটি আটক করে। গাড়িটি তল্লাশি করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় আব্দুল্লাহ আল মামুনের পকেট থেকে ১০ পিস ইয়াবা ও গাড়ির ভেতর থেকে ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাখা আরেকটি মাইক্রোবাসের ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও দুটি মাইক্রোবাস জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট