দেশপ্রিয় বড়ুয়া, লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রাম লোহাগাড়ায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাঁটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
১৩ জানুয়ারি রাত ০১ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
জানাযায়, জেলা এনএসআই চট্টগ্রাম এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাই ঘটনাস্থলে মাটি কাঁটার সাথে কাউকে পাওয়া না গেলেও মাটি কাঁটার কাজে ব্যবহৃত ০১টি স্কেভেটর ও ০৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত স্কেভেটর ও ডেম্পার উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর সদস্যবৃন্দ।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, কৃষি জমির মাটি কাঁটার বিষয়ে এনএসআই চট্টগ্রাম এর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে ০১টি স্কেভেটর ও ০৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়েছে। আটককৃত গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ চলমান রয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।