
দেশপ্রিয় বড়ুয়া :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন । আজ সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল মোস্তফা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর থেকে বিএনপির প্রতি মানুষের ভালোবাস আরো বেশি বেড়ে গেছে। সেই ভালোবাসার জোয়ারে পিছিয়ে নেই চট্টগ্রাম-১৫ আসনের জনগন। আশাকরি আগামী ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের মাধ্যমে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে।
মনোনয়নপত্র জমা দেওয়ারকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজি রফিকুল আলম,শেফায়ত উল্লাহ চক্ষু,ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন সহ অনেকে।