নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৭, চট্টগ্রাম ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ১৫ ডিসেম্বর সোমবার পরিচালিত ভ্রাম্যমান আদালতে ৫ মামলাসহ মোট ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে ওয়ান প্লাস ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড, হোসেনুজ্জামান চেয়ারম্যান মার্কেট, কদমতলী, সদরঘাট, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদন ব্যতীত সুইচ, সকেট, ফ্যান রেগুলেটর, সিলিং রোজ, এলইডি বালব উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৩,৫০,০০০ টাকা, ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ১,৫০,০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৭,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ. মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), এবং জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই ও র্যাবের যৌথ অভিযান চলমান থাকবে চট্টগ্রাম বিএসটিআই’র অফিস সূত্রে জানা যায়।