1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  চট্টগ্রাম বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : ২ মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান উত্তর হালিশহর খাজা মঈনউদ্দীন আজমেরী রহঃ এর পবিত্র ওরশ শরীফ এবং নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত  উত্তর হালিশহর ফুল চৌধুরী পাড়া তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদরাসায় বই উৎসব সম্পন্ন চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাজমুল মোস্তফা আমিন হালদাতে ৪৬ কেজি ওজনের মৃত শুশুক (ডলফিন) উদ্ধার কর্ণফুলীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি , নিয়ে গেল কম্পিউটার-ল্যাপটপ মহান বিজয় দিবসে চট্টগ্রামে বীর শহিদদের শ্রদ্ধায় স্মরণ

মহান বিজয় দিবসে চট্টগ্রামে বীর শহিদদের শ্রদ্ধায় স্মরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যা বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, মহান আত্মত্যাগ আর বীরত্বগাথায় রচিত হয় দেশপ্রেমের এক উজ্জ্বল মহাকাব্য, অর্জিত হয় গৌরবময় বিজয়।

চট্টগ্রামে বীর শহিদের শ্রদ্ধায় বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে। সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত, বেসরকারি, বিভিন্ন , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়ের ডা. শাহাদাত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আজকের এইদিনে ১৯৭১ সালে ত্রিশলক্ষ শহীদ ও দুইলক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যাদের রক্ত ও ইজ্জতের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের এখন মানুষের মৌলিক চাহিদা,গণতান্ত্রিক অধিকারের জন্য কাজ করে যেতে হচ্ছে। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তাকে ধরে রাখতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, ২০২৫ এর আজকের এইদিনটি আমাদের জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ এবং বিজয়ের দিন। অন্যান্য বারের চেয়ে এবারে আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি কেননা আমরা এমন একটি বাংলাদেশ গঠনের পথে যাত্রা শুরু করেছি যেখানে মানুষের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলনকে বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা জানেন, গত ২০২৪ জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল একইভাবে আমরা তারচেয়েও সক্রিয়ভাবে নেমে আসতে দেখেছিলাম ১৯৭১ সালে। তখন এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তার পিছনে অনেক আকাঙ্ক্ষা আমাদের ছিল। আকাঙ্ক্ষার সবচেয়ে বড় যে জায়গাটি ছিল সেটা হচ্ছে আমাদের সমৃদ্ধি, আমাদের মুক্তি, আমাদের অগ্রযাত্রা। এই আকাঙ্ক্ষার বিষয়গুলো আমরা ঐভাবে রূপায়িত করতে পারিনি। এখন আমাদের আশা জাগিয়েছে এবং আপনারা জানেন, আমরা এখন নির্বাচনের মধ্যে প্রবেশ করেছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকার গঠন করবো তেমনি একইভাবে গণভোটের মাধ্যমে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার এক নতুন বাংলাদেশ আমরা সৃজন করবো যার মাধ্যমে মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যেতে পারবো।

আরাফাত/সাঈদ/বাপ্পী/সাজ্জাদ/বাবুল

১৩.০০ টা ঘণ্টা৷ ২০২৫।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট