চট্টগ্রামের আকবরশাহ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ৭ ডিসেম্বর রবিবার উক্ত ভ্রাম্যমাণ আদালতে: টাটকা লাইভ বেকারী, পশ্চিম ফিরোজশাহ আবাসিক এলাকা, আকবরশাহ, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে ব্রেড, বিস্কুট, কেক ইত্যাদি বেকারী পণ্য উৎপাদন করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম আমিরুল মোস্তফা – এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ. মো. আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম), এবং প্রকৌ. সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই অফিস সূত্রে জানা যায়।