কাউছার সুলতানা :
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
২৫ নভেম্বর মঙ্গলবার পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে শাহগদি ড্রিংকিং ওয়াটার, এক কিলোমিটার, চান্দগাও, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণব্যতীত পানি উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০/- টাকা এবং বিএসটিআই লাইসেন্স গ্রহণব্যতীত পানি উৎপাদন, এবং বাজারজাত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০/-টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: ফাহমুন নবী-এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব খায়রুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিএসটিআই,র সূত্রে জানা যায়,
জনস্বার্থে এ ধরনের অভিযান প্রতিনিয়তই চলমান থাকবে।