বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যেগে নগরীর জিইসি ও চকবাজার এলাকায় পৃথকভাবে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
২৪ নভেম্বর পরিচালিত উক্ত মোবাইল কোর্টে কামাল জেনারেল স্টোর, ও আর নিজাম রোড, জিইসি মোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত কিশমিশ, তিসি বীজ, বাদাম ইত্যাদি পণ্য বিক্রয় করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিফাত বিনতে আরা এর নেতৃত্বে পরিচালিত হয়। এতে সুইট বাংলা বেকারি, চকবাজার, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানকে বিস্কুট, সুইটমিটস, কেক, ডেকোরেটেড কেক, ফার্মেন্টেড মিল্ক, চানাচুর পণ্যের সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় 'বিএসটিআই আইন-২০১৮' ১৫ (১)/২৭ ধারা অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানটিকে অতিদ্রুত বিস্কুট, সুইটমিটস পণ্যের সিএম সনদ ও মোড়কজাত সনদ গ্রহণ ও প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজন যন্ত্রসমূহ বিএসটিআই হতে যাচাইপূর্বক ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য সতর্ক করা হয়৷
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন ফারজানা পিংকি এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) ও জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই সূত্রে জানা যায়।