1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি বিএলএস ও এসিএলএস-এ প্রশিক্ষণপ্রাপ্তরা রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে – চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি  চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের যোগদান বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার চট্টগ্রামে এনআইডি জালিয়াতি : নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা আনোয়ারায় চাতরি চৌমহনী বাজারে ময়লা-আবর্জনা অপসারণে প্রশাসনের উদ্যোগ চট্টগ্রামে পটিয়ায় র‌্যাবের অভিযান : ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক সাপের বিষের প্রতিষেধক উপজেলা হাসপাতালে পাঠানোর নির্দেশ নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ভোট: প্রেস সচিব শফিকুল আলম

বিএলএস ও এসিএলএস-এ প্রশিক্ষণপ্রাপ্তরা রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে – চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
কাউছার সুলতানা :
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, লোকবল সংকট থাকা সত্বেও কোভিডকালীন সময়ে মানুষের জীবন বাঁচাতে জেনারেল হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ বিভাগের চিকিৎসক-নার্সগণ জীবনবাজি রেখে চিকিৎসা সেবা দিয়েছেন।
বর্তমান সময়েও হাসপাতালের আইসিইউ ও অন্যান্য ওয়ার্ডে ভর্তিকৃত জরুরী ও মুমুর্ষ রোগীদেরকে টিম জেনারেল হাসপাতাল সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন। ‘বিএলএস ও এসিএলএস’ বিষয়ে যারা প্রশিক্ষণ পেয়েছে তারা রোগীর জীবন বাঁচাতে আরও বেশি ভূমিকা রাখবে। জেনারেল হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগে সময়োপযোগী লজিস্টিক সাপোর্ট প্রয়োজন। রোগীদের মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ হাসপাতালে শীঘ্রই লোকবল নিয়োগসহ লজিস্টিক সাপোর্ট সরবরাহের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হবে। আজ ২২ নভেম্বর শনিবার দুপুরে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ বিভাগ কর্তৃক সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট (এসিএলএস) বিষয়ে প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. জয়া দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি, আইসিইউ এন্ড পেইন মেডিসিন বিভাগের অধ্যাপক (ডা.) মোঃ হারুন-অর রশীদ, অধ্যাপক (ডা.) সৈয়দা নাফিজা খাতুন ও অধ্যাপক (ডা.) কে.এম বাকি বিল্লাহ সবুজ। স্বাগত বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ বিভাগের কনসালট্যান্ট ডা. মঈনুল আহসান।
‘বিএলএস ও এসিএলএস’ বিষয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন হাসপাতালের কনসালট্যান্ট
(অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ) ও কো-সমন্বয়ক ডা. জোহেব হাসান। বক্তব্য রাখেন চমেক হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অশিন বড়ুয়া রেল হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ বিভাগের কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ, ডা. রুখমিলা আফরোজ, নার্সিং তত্ত¡াবধায়ক রাসনা
দাশ, নার্সেস কর্মকর্তা মোছাম্মৎ লুৎফন্নেসা, জাস কর্পোরেশন লিমিটেডের এক্সিকিউটিভ রাকিবুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে ‘বিএলএস ও এসিএলএস’ বিষয়ক সেমিনারে অংশগ্রহণকারী প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়-‘বিএলএস’ হলো জীবন রক্ষার প্রাথমিক হাতে-কলমে শিক্ষা। জরুরি অবস্থায় রোগীকে নিরাপদে রাখার প্রাথমিক ব্যবস্থা। এটি এমন একটি জরুরী চিকিৎসা পদ্ধতি যা জীবন হুমকির মুখে পড়া ব্যক্তিদের তাৎক্ষনিক সহায়তা প্রদান করে, যেমন-হৃদস্পন্দন বন্ধ হলে বুকের চাপ ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া দেওয়া। এর মূল উদ্দেশ্য হলো-পেশাদার চিকিৎসা সহায়তা আসার আগ পর্যন্ত রোগীর অবস্থার স্থিতিশীলতা বজায় রাখা এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। এটি জীবন রক্ষাকারী কৌশল, যেমন-কার্ডিওপালমোনারী রিসাসিটেশন (সিপিআর) ও একটি স্বংংক্রিয় এক্সটার্নাল ডিফাইব্রিলেটর (এইডি) ব্যবহার করতে সহায়তা করে। আর ‘এসিএলএস’ হলো হৃদযন্ত্রজনিত জরুরি অবস্থায় রোগীকে উন্নত চিকিৎসা দিয়ে জীবন বাঁচানোর বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ। কার্ডিয়াক অ্যারেস্ট হলে কিভাবে এতে সিপিআর দিতে হয়, কিভাবে বুকের চাপ (চেষ্ট কমপ্রেশন) ও শ্বাস-প্রদান করতে হয় তা মূলত প্রশিক্ষণে শেখানো হয়েছে। উন্নত কার্ডিয়াক লাইফ সাপোর্ট বা হৃদযন্ত্রের জীবনরক্ষাকারী উন্নত ব্যবস্থা। এটি একটি চিকিৎসা পদ্ধতি যা হৃৎপিন্ডের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের উন্নত ও জরুরী সেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়। হৃদরোগ সংক্রান্ত গুরুতর অবস্থা, যেমন কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক বা অ্যারিথমিয়ার ক্ষেত্রে জীবন রক্ষায় ব্যবহৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট