1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হালদাতে ৪৬ কেজি ওজনের মৃত শুশুক (ডলফিন) উদ্ধার কর্ণফুলীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি , নিয়ে গেল কম্পিউটার-ল্যাপটপ মহান বিজয় দিবসে চট্টগ্রামে বীর শহিদদের শ্রদ্ধায় স্মরণ র‍্যাব-৭ ও চট্টগ্রাম  বিএসটিআই’র যৌথ   অভিযানে ১২ লক্ষ টাকা জরিমানা  কর্ণফুলীতে রিকশার গ্যারেজে নকল সাবান উৎপাদন, সিলগালা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে  —চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  র‍্যাব-৭ ও চট্টগ্রাম বিএসটিআই’র যৌথ অভিযান : ৪ মামলাসহ ২ লক্ষ টাকা জরিমানা    আকবরশাহ এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, মামলা দায়ের ও জরিমানা আদায়  ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন মিরসরাইয়ে একরাতে ৬টি গরু চুরি, উদ্বেগে প্রান্তিক খামারিরা

গণহত্যাকারী আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফেরার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত –  শাহজাহান চৌধুরী 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও দলের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফেরার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশবিরোধী চক্রান্তের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু জামায়াতে ইসলামীর একজন কর্মীও বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না।
তিনি বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় স্বৈরাচার কায়েম করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা দমন-পীড়নের রাজনীতি চালাচ্ছে। তবে ইনশাআল্লাহ, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক রাজনীতিবিদরাই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।”
গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহাদত হোছাইন চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা ছগীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সাবেক ভিপি মো. মোজাম্মেল হক, সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, সিরাজুল ইসলাম, মাস্টার নুরুল আলম, মাওলানা কাজী সৈয়দ আহমদ, আব্দুল হামিদ ও মাওলানা শামসুল আলম হেলালী।
বক্তারা বলেন, ইসলাম ও দেশবিরোধী শক্তির সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শেষে প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “প্রত্যেক কর্মীকে জনগণের পাশে থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করে ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট