নিজস্ব প্রতিবেদক :
চট্রগ্রামে ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
গত ২রা মে ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানা শাখার কাউন্সিল ছাত্রনেতা মো: ইসতিয়াক রাফির সভাপতিত্বে ও মো: ইফতেখারুজ্জামান তন্ময়ের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার সভাপতি জননেতা মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী,
এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সভাপতি ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাসেদুল ইসলাম রাসেল।
নির্বাচন কমিশনার ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদিন জয়।
অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি বলেন ছাত্রসেনা হলো ফ্রন্টের একক ছাত্রসংগঠন। অবশ্যই সেনাকর্মীদের হতে হবে আদর্শিক এবং বিনয়ী। তিনি আরো বলেন ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করে যেতে হবে এবং তিনি ছাত্রসেনা ডবলমুরিং থানার কাছে সে প্রত্যাশায় করেন।
নির্বাচন কমিশন এর মাধ্যমে এবং সকলের উপস্থিতিতে উক্ত কউন্সিলে ছাত্রনেতা মুহাম্মদ মো: ইশতিয়াক রাফিকে সভাপতি ও ছাত্রনেতা মুহাম্মদ আলী আজাদ রিজভীকে সাধারণ সম্পাদক করে ২১জন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।