কে.ডি পিন্টু :
পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
৯ ফেব্রুয়ারী (রবিবার) পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুড ফেয়ার বেকারি এন্ড জুস বার, লাকি প্লাজা, আগ্রাবাদ, ডাবলমুরিং, চট্টগ্রাম* প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ডেকোরেটেড কেক বিক্রয় করায় ‘বিএসটিআই আইন ২০১৮’ মোতাবেক ১০,০০০/- টাকা টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস এন্ড বেকারস, লাকি প্লাজা, আগ্রাবাদ, ডাবলমুরিং, চট্টগ্রাম* প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ডেকোরেটেড কেক বিক্রয় করায় ‘বিএসটিআই আইন ২০১৮’ মোতাবেক ১০,০০০/- টাকা টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতটি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিফাত বিনতে আরা-এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা মোঃ আলী আকবর সোহেল, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ মামুনুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।