দেশপ্রিয় বড়ুয়া,দক্ষিণ জেলা প্রতিনিধি(চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মোঃ শাহরিয়ার, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আছাদুল্লাহ ইসলামাবাদি, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুনা আকতার,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম আবুল কালাম আজাদ,উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা ফয়েজুন্নেছা, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুবিনুল হক,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, পলাশ দাশ, ইউপির প্যানেল চেয়ারম্যানরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান আইনশৃঙ্খলা সংক্রান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।