দেশপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনের ব্যাংক এশিয়ার পিছনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রভাবশালীদের দখলে থাকা প্রায় দেড় কোটি টাকা মূল্যের সরকারি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে জায়গা দখল মুক্ত করা হয়।
২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছান জানান, দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গাটি অবৈধভাবে প্রভাবশীলদের দখলে ছিল। তারা এ জায়গা দখল করে টিন দিয়ে স্থাপনা গড়ে তুলেন। ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা দখল মুক্ত করা হয়।
অভিযানের সময় দখলদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক ও জরিমানা করা হয়নি। উদ্ধারকৃত জায়গার বর্তমান মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে । লোহাগাড়া বটতলী বাজার স্টেশনে কোনো পাবলিক টয়লেট নেই। তাই এই জায়গা সেই কাজেও ব্যবহার করতে পারি। জনস্বার্থে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।