1. demo@chattolaralo.com : news online : news online
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় ফজুল কবির ফজলু’র কৃতজ্ঞতা ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার কাউন্সিল অধিবেশন সম্পন্ন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল’র কৃতজ্ঞতা টেরিবাজার এলাকায় বিএসটিআই’র অভিযান : বনফুলকে জরিমানা মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বর্ণাট্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আনোয়ারায় বিএসটিআইয়’র মোবাইল কোর্ট পরিচালিত : ৩০ হাজার টাকা জরিমানা হাটহাজারীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা শিকার রিজিয়ার পরিবার আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর” মানবাধিকার সংস্থা বাসক বান্দরবান জেলা কমিটি গঠন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বিএসটিআইয়’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

কাউছার সুলতানা মুক্তা :

চট্টগ্রামে পটিয়ায় ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার ( ২০ নভেম্বর ) সকাল ১০ টায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে যে বৈষম্যর শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে যেনো তারা আর বৈষম্যর শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে দাবিতে তারা ৬ দফা দাবি পেশ করেছে।

দাবিগুলোর মধ্য রয়েছে: (১) স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। (২) ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। (৩) গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ওনিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। (৪) ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয় সহ সকল আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। (৫) মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। (৬) বি ফার্ম সহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,প্যাথলজি বিভাগের দেবাশীষ বড়ুয়া, সৈকত বড়ুয়া, আতিকুল ইসলাম ও মো. আসলাম। এক্সরে বিভাগের আপেল মাহমুদ , ফার্মাসিস্ট সুব্রত বিশ্বাস এবং নাহিদ সুলতানা(মেডিকেল টেকনোলজিস্ট, ডেন্টাল) প্রমুখ।

মানববন্ধন চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে অবস্থানরত সবাই ৬ দফা দাবি তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐜𝐡𝐚𝐭𝐭𝐨𝐥𝐚𝐫𝐚𝐥𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট