দেশপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস মজুদ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এমন খবরের ভিত্তি ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।
১৮ নভেম্বর উপজেলার রশিদের পাড়ায় ওসমান গনি নামে এক ব্যবসায়ীর কাছে বিস্ফোরক ও ফায়ার সার্ভিস লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান।
অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর টিম, এনএসআই ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এবিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান বলেন, জেলা এনএসআই প্রতিনিধির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া ঘনবসতি এলাকায় অভিযান পরিচালনা করে ওসমান গণি নামে এক ব্যবসায়ীকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে বিক্রয় করা, বিস্ফোরক ও ফায়ার সার্ভিসের কোন অনুমতি পত্র না থাকায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১ ধারা মতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং অতিদ্রুত ঐ এলাকা থেকে গ্যাস সিলিন্ডার সরানোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।