1. demo@chattolaralo.com : news online : news online
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় ফজুল কবির ফজলু’র কৃতজ্ঞতা ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার কাউন্সিল অধিবেশন সম্পন্ন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল’র কৃতজ্ঞতা টেরিবাজার এলাকায় বিএসটিআই’র অভিযান : বনফুলকে জরিমানা মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বর্ণাট্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আনোয়ারায় বিএসটিআইয়’র মোবাইল কোর্ট পরিচালিত : ৩০ হাজার টাকা জরিমানা হাটহাজারীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা শিকার রিজিয়ার পরিবার আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর” মানবাধিকার সংস্থা বাসক বান্দরবান জেলা কমিটি গঠন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বিএসটিআইয়’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

স্টেকহোল্ডারদের সাথে বিএসটিআই’র মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামে স্থানীয় শিল্প উদ্যোক্তা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) জনাব এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

ক্যাব, চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন বিএসটিআই চট্টগ্রাম নিয়মিতভাবে এরুপ মতবিনিময় সভা আয়োজনের জন্য মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানান। খাদ্যপণ্যের পাশাপাশি অবৈধ ও নিম্নমানের ইলেকট্রিক ও কসমেটিক সামগ্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিএসটিআই’র নবনির্মিত ভবনে প্রধান কার্যালয়ের ন্যায় সকল পণ্যের পরীক্ষণের সুবিধা সৃষ্টির জন্য অনুরোধ জনান। উক্ত সভায় আগত ছাত্র সমন্বয়কের প্রতিনিধি বাজার সার্ভিল্যান্সের মাধ্যমে ওজন যন্ত্রের ভ্যারিফিকেশ ও বাজার মনিটরিংয়ের জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের পরিবর্তিত অবস্থায় সংস্কারের সাথে তাল মিলিয়ে বিএসটিআই’র সেবার মান বৃদ্ধির বিষয়ে অভিমত ব্যক্ত করেন। সভায় উপস্থিত স্টেকহোল্ডারদের বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে মার্চ,২০২৫ এর মধ্যেই বিএসটিআই চট্টগ্রামে নব নির্মিত ১০ তলা ভবণ চালু এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগিতা সম্পন্ন অত্যাধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব স্থাপন করার মাধ্যমে সকল পণ্যের পরীক্ষা চট্টগ্রামে করা হবে –মর্মে আলোকপাত করেন। তিনি আরও জানান যে, বিগত এক বছরে কসমেটিক পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৯৮ মামলা দায়ের, ৩৭,১০,০০০ টাকা অর্থদন্ড, ১ টি প্রতিষ্ঠান সিলগালা ও একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। সর্বোপরি ভোক্তা সাধারণ, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ আপামর সকলের নৈতিকতার উন্নতি ঘটানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম বিএসটিআইয়ের পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম সভায় আগত স্টেকহোল্ডার ও অতিথিগণকে ধন্যবাদ জানিয়ে স্বচ্ছাতা ও জবাবদিহিতামূলক সেবা প্রদান ও ব্যবসীয় ও শিল্প উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিএসটিআই’র জনাব মোঃ নূরুল আমিন, পরিচালক (সিএম), জনাব প্রকৌঃ নুরূল ইসলাম, পরিচালক (প্রশাসন) গাজী নূরুল ইসলাম, পরিচালক (রসায়ন), জনাব মোহাম্মদ আরাফাত হোসেন সরকার, উপপরিচালক (সিএম) উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐜𝐡𝐚𝐭𝐭𝐨𝐥𝐚𝐫𝐚𝐥𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট