লোহাগাড়া প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন “মানবতার কল্যাণে আমরা” স্লোগান কে বুকে ধারণ করে ২০২০ সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে দেশ বিদেশে মানুষের মনে জায়গা করে নিয়েছে “লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন”।
২৩ সেপ্টেম্বর লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ফৌজুল আজিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরী স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সৌদি আরবে ২০ সদস্য বিশিষ্ট সৌদি আরব কেন্দ্রীয় প্রবাসী কার্যকরী পরিষদ (২০২৪-২০২৭ ইং) কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয় মোহাম্মদ পারভেজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তৌছিফ রেজা চৌধুরী।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা রফিক আহমদ ও মারুফ হুসাইন, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মন্সুর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরমান, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহআলম, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বেলাল, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ মারুফুল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফয়জুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ হুসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইমরান খান বাপ্পি, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জহির, নির্বাহী সম্পাদক আকতার ফারুক, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সালেহ মুহাম্মদ নোমান।
নবগঠিত সৌদি আরব কেন্দ্রীয় প্রবাসী কার্যকরী পরিষদ এর বিষয়ে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল বলেন, আমরা ২০২০ সাল থেকে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছি। যা ইতিমধ্যে দেশে বিদেশে মানুষের কাছে পরিচয় লাভ করেছে।এবং এই মানবিক কাজ দেখে সৌদি আরবে অবস্থানরত নিজেরাই এগিয়ে এসে আজ সৌদি আরবে আমাদের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের শাখা কমিটি গঠন করা হয়েছে। তা আমরা কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করে অনুমোদন দিয়েছি।আগামীতে আমরা সকলে সম্মেলিতভাবে আরো ব্যাপক আকারে মানুষের কল্যাণে কাজ করতে পারব। এবং আমাদের আরো কয়েকটি কমিটি বিভিন্ন দেশে অতিশীঘ্রই অনুমোদন দেওয়া হবে। আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রতি উষ্ণ অভিনন্দন ও রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি।