দেশপ্রিয় বড়ুয়া (সাতকানিয়া লোহাগাড়া) :
লোহাগাড়া থানা পুলিশের কার্যক্রম বটতলী স্টেশনের অস্থায়ী কার্যালয় হিসেবে সিটিজেন পার্কে সেনাবাহিনীর সহযোগিতায় শনিবার বিকাল থেকে পুলিশি সেবা কার্যক্রম শুরু হয়েছে শনিবার বিকাল থেকে।
১১ আগস্ট সরেজমিনে গেলে দেখা যায় ভুক্তভোগীরা পুলিশের সেবা নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে ছুটে আসছেন এবং জানান তাদের সমস্যার কথা।
সেবা প্রত্যাশীদের সাথে কথা বললে তাঁরা বলেন প্রায় ৫/৬ দিন ধরে পুলিশ না-থাকার কারণে আমরা হয়রানির শিকার হয়েছি। আমরা ছাড়াও অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ আসাতে আমারা খুশি হয়েছি এবং পুলিশ আইনগতভাবে এলাকার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনবে এটাই প্রত্যাশা করছি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, যতদিন থানা সংস্কার করে ঠিক করা না হয় ততদিন আমরা অস্থায়ীভাবে সিটিজেন পার্কে আমাদের পুলিশের কার্যক্রম চালিয়ে যাব। আমরা চেষ্টা করব মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা ও সমাজে যেকোন ধরণের বিশৃঙ্খলায় সর্বোচ্চ আইগত সহায়তা করতে । এবং সকলকে প্রয়োজনে পুলিশের সেবা নিতে অস্থায়ী কার্যালয় সিটিজেন পার্কে আসার জন্য আহবান জানান তিনি।
উল্লেখ্য গত ৫ আগস্ট সরকার পতনের পরে উল্লাসে মেতে উঠে ছাত্র জনতা। ঐ দিন বিকালে লোহাগাড়া থানায় দূর্বৃত্তদের দেওয়া আগুনে থানার সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এবং অনেকে থানা থেকে মালামাল চুরি করে নিয়ে যায় । এরপর থেকে পুলিশের সেবা বন্ধ থাকে।