দেশপ্রিয় বড়ুয়া (দক্ষিণ জেলা প্রতিনিধি):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্ব পাশে জয়নগর এলাকায় টিলা কাটার সময় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
১৭ জুলাই দুপুর ২টার দিকে টিলা কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি নাজমুন লায়েল।
অভিযানে ১টি স্ক্যাভেটর ও ১টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। টিলা কাটার সাথে জড়িত মো: দেলোয়ার নামে একজনকে নিয়মিত মামলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সুপারিশ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক, ভূমি অফিসের কর্মকর্তা সহ আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল বলেন, টিলা কাটার খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং টিলা কাটার সময় ১টি স্ক্যাভেটর ও ১টি ড্রাম ট্রাক জব্দ করি টিলা কাটার সাথে জড়িত মো: দেলোয়ার নামে একজনের জন্য নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে। যারাই অবৈধভাবে এধরণের পাহাড়, টিলা কাটার সাথে জড়িত তাঁদের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।