শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন
নাজিম উদ্দিন (বিশেষ প্রতিনিধি):
হাটহাজারীতে মাটি পাচারের সময় মাটিসহ ড্রাম ট্রাক এবং একজনকে আটক করনে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও তার সহযোগীরা।
রবিবার (৪ ডিসেম্বর) হাটহাজারী উপজেলার নাজির হাট এলাকা থেকে সন্ধার সময় মাটি সহ এই ড্রাম ট্রাকটি (ফেনি – ৫- ১১- ০৮০৫) ও একজনকে আটক করে নাজির হাট রেঞ্জ ডিপোর আওতায় রাখা হয় এবং পি,ও,আর বন মামলার প্রক্রিয়াধীন আছে বলে জানান হাটহাজারী বন সংরক্ষণ রেঞ্জ কর্মকর্তা মোস্তফা আল হোসেন।
অভিযান পরিচালনা করেন, সহকারী বন সংরক্ষণ ও রেঞ্জ কর্মকর্তা হাটহাজারী রেঞ্জ মোস্তফা আল হোসেনের নেতৃত্বে, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী, সহযোগী রেঞ্জ কর্মকর্তা ও ডিপো কর্মকর্তা, নাজির হাট ডিপো ও বিট কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।