শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন

“সেরা পুস্তক সম্মাননা -২৩” পেলেন কবি চকিত প্রাচুর্য

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় কবিতা মঞ্চের আয়োজনে ” সেরা পুস্তক সম্মাননা -২৩ ” পেয়েছেন কবি ও লেখক চকিত প্রাচুর্য।
আন্তর্জাতিক নজরুল পোয়েট্রি ফেস্টিভ্যাল অনুষ্ঠান গত ২৫-০৫-২৩ ইং তারিখ আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কবি ও লেখক চকিত প্রাচুর্যকে তাঁর রচিত ” নক্ষত্রের রুপালি রাত ” কাব্যগ্রন্থের জন্য “সেরা পুস্তক সম্মাননা -২৩ ” প্রদান করা হয়।
জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহামুদুল হাসান নিজামির সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উদ্ভোদক ছিলেন কর্নেল দিদারুল আলম বীর প্রতিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরান থেকে আগত কবি সৈয়দ রেজা মীরমহাম্মদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি মফিজ উদ্দীন ফরিদ, কবি আরিফুজ্জামান খান, লিটন আবদুল বাশার। বিশেষ আলোচক ছিলেন কবি ও ছড়াকার আসলাম সানি।
কবি ও লেখক চকিত প্রাচুর্য বলেন, এ পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত। বাংলা সাহিত্যের উৎকর্ষ ও বিকাশে আমি আজীবন কাজ করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত