রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন
দেশপ্রিয় বড়ুয়া (লোহাগাড়া প্রতিনিধি):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালে এই দেশ স্বাধীন করার জন্য পাক-হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে জীবন দিয়ে লাল সবুজের পতকা ছিনিয়ে এনে ছিলো, স্বাধীন হয়ে বেঁচে থাকার লালিত স্বপ্নকে লাখো রক্তের বিনিময়ে স্বাধীন করেছিলো সেই সকল বীর মুক্তিযুদ্ধাদের প্রতি স্মরণ করে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও চ্যানেল এস টিভির প্রতিনিধি রকসী সিকদার, সাধারণ সম্পাদক সিপ্লাস টিভির প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়া, অর্থ-সম্পাদক বিজয় টিভির প্রতিনিধি মোঃ মোক্তার, সহ-প্রচার সম্পাদক চট্টগ্রাম সংবাদ এর প্রতিনিধি মোঃ আলমঙ্গীর, আইন বিষয়ক সম্পাদক বাংলা সংবাদ এর প্রতিনিধি এডভোকেট নয়ন দেব নাথ, কার্যনির্বাহী সদস্য মোঃ কলিমউল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তারেকুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।