বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

রিয়াজ উদ্দিন বাজারে আলু ও ডিমের দোকানে অভিযান : ১৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় আলু ও ডিমের বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজ উদ্দিন বাজার এলাকায় ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে শুক্রবার অভিযানে নামে ভোক্তা অধিদপ্তরের একটি টিম। এ সময় যথাযথ মূল্য তালিকা না থাকা ও পণ্য ক্রয়ের ভাউচার না থাকার অপরাধে মেসার্স মামুন ট্রেডার্সকে ৬ হাজার, মেসার্স রফরফ বাণিজ্যলয়কে ৩ হাজার, মেসার্স কুসুমপুরা বাণিজ্যলয়কে ৩ হাজার এবং হাজী আব্দুল হামিদ সওদাগরের ডিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মূল্য তালিকা যথাযথ না থাকা, পণ্য বা আলু ক্রয়ের ভাউচার সঠিক না থাকার অপরাধে আলু ও ডিমের ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত