শনিবার, ০৩ Jun ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন
অরিন্দম চক্রবর্তী (রাউজান প্রতিনিধি):
রাউজানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে রবিবার ১১ডিসেম্বর রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাবের সভাপতিত্বে, শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনুপ চক্রবর্তী সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন, পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রতিবন্ধীদের কম্বল বিতরণ ও শ্রমিকদের বস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আমরা এই লাল সবুজ পতাকাটা কিভাবে পেলাম, যাদের বিনিময়ে এই স্বাধীনতা পেলাম তাদের যে ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, জাতির শ্রেষ্ঠ সন্তানরা যারা এখনো বেঁচে আছেন, আমাদের মাঝে আছেন তাদেরকে আমি স্মরণ করছি।জননেত্রী শেখ হাসিনা যখন এই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের থেকে উন্নত আয়ের দেশের দিকে ধাবিত করছে, ঠিক তখনই স্বাধীনতা বিরোধীশত্রু বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।