শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর সমন্বয়ে মহানগরের বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
৪ জানুয়ারি (শনিবার) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে এলিট লেদার এন্ড গার্মেন্টস, কবির টাওয়ার, মুরাদপুর, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত কসমেটিক্স পণ্য বিক্রয় করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এবং ১০০০০০/- টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটির অবৈধ পণ্য জব্দ করে প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়া হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত, সহকারী কমিশনার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম অফিসের কর্মকর্তা জনাব প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।