বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন

মুখে খাওয়া কলেরা টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দর ইপিআই জোনের দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ইং মুখে খাওয়া কলেরা টিকা কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত এক “সমন্বয় সভা” আজ বুধবার সকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী সভাপতিত্বে জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরীর স ালনায় অনুষ্ঠানে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন, সিভিল সার্জন চট্টগ্রামের প্রতিনিধি ডাঃ নুরুল হায়দার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমাম হোসেন রানা, আইসিসিডিডিআর এর প্রতিনিধি ডাঃ আশরাফুল ইসলাম খান, ডাঃ মোঃ তেীফিকুল ইসলাম, ডাঃ মোঃ তাজুল ইসলাম, ডাঃ নাবিদ আনজুম তানভীর, ডাঃ ইসতিয়াকুল ইসলাম খান, জোনাল মেডিকেল অফিসার ডাঃ জুয়েল মহাজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ মোঃ সরওয়ার আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থানা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিটি ইউনিট এর সাধারন সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন স্থানে কলেরা সহ ডায়রিয়া রোগের সংক্রমন বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়া ও কলেরা রোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার প্রতিরোধে মুখে খাওয়া কলেরা টিকার ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। তিনি এই টিকা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত