বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন
নাজিম উদ্দীন (হাটহাজারী প্রতিনিধি):
কেদেঁছিল আকাশ, ফুঁপিয়ে ছিল বাতাস।বৃষ্টিতে নয়,ঝড়ে নয়- এ অনুভূতি ছিল পিতা হারানো শোকের। প্রকৃতি কেদেঁছিল, কারণ মানুষ কাদঁতে পারেনি। ঘাতকের উদ্ধত সঙ্গিন তাদের কাদঁতে দেয়নি। তবে ভয়াতর বাংলার প্রতিটি ঘর থেকে এসেছিল চাপা দীর্ঘশ্বাস। কি নিষ্ঠুর, কি ভয়াল, কি ভয়ঙ্কর – সেই রাত। আজ রক্তঝরা অশ্রুভেজা ১৫ আগষ্ট, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিন ভোরের আলো ফুটার আগে ই স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে কিছু বিপথগামী সেনা।
মঙ্গলবার (১৫ আগষ্ট) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভায় অবস্থিত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ শফিউল্লাহ এর সঞ্চালনাই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের সভাপতি এস এম জাকির হোসেন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংগঠনের হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর তুহিন, উপস্থিত ছিলেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের অভিভাবক সদস্য নারগিস আক্তার, মোঃ হাসান মুরাদ, মোঃ মাহবুবুল আলম, মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজা, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল কাসেম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, সহকারী শিক্ষক মোঃ রায়হান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষিকা তাপসী তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম আলমগীর, নুসরাতুল হক, মোঃ মাহমুদুল করিম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু তৈয়ব ছাত্র-ছাত্রীরা।