বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

নগরীর চেরাগি পাহাড় এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

নিজস্ব প্রতিবেদক:

পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস এর সমন্বয়ে নগরীর কোতোয়ালি থানার চেরাগি পাহাড় এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১৯ সেপ্টেম্বর (মঙ্গল বার) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে ফ্যামিলি মার্ট , ৫৭, মোমিন রোড, কোতোয়ালি, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানটিকে হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া পণ্যের অনুকূলে বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ করতে উৎপাদন, বিক্রয় ও বিপণন এর অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী দধি ১০,০০০/- টাকা এবং প্রতিষ্ঠানটিকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকাসহ সর্বমোট জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে আমদানিকৃত পণ্য বিক্রয় বিপণন হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার, জেলা প্রশাসন, চট্টগ্রাম এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী সজীব চৌধুরী, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত