বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
আমাদের দেশ যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে সেসময়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করার লক্ষ্যে এ ষড়যন্ত্র শুরু হয়েছে। সব বাধা ছিন্ন করে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ যাতে উন্নয়নের অভিযাত্রার দিকে এগিয়ে যায় সে চেষ্টা করতে হবে। তাই আজকের দিনের প্রত্যাশা হচ্ছে দেশ যেন দেশি-বিদেশি সব যড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়।
আজ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাশ গ্রামের বাড়িতে মন্ত্রী পাড়া জামে মসজিদে এলাকাবাসীর সাথে ঈদুল আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
নামাজের পর মন্ত্রী নিজের পিতার কবর জেয়ারত করেন এবং পরে গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের দেশ থেকে সাংঘর্ষিক রাজনীতি যাতে চিরদিনের জন্য বিদায় হয়। যারা দেশে সাংঘর্ষিক, মানুষকে কষ্ট দেয়া, মানুষের সহায় সম্পত্তি নষ্ট করার রাজনীতিতে লিপ্ত রয়েছে তাদের যেন শুভবুদ্বির উদয় হয় এটিই আজকের দিনের প্রত্যাশা।