শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

চবির কর্মচারীর মৃত্যুতে উপচার্যের শোক

নাজিম উদ্দীন (বিশেষ প্রতিনিধি):

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের নিম্নমান সহকারী এইচ এম শাখাওয়াত হোসেনের আকস্মিক মৃত্যুতে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোক বার্তায়, উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমের) শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ কর্মচারীর অকাল মৃত্যশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন তার জন্য উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত