বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান : ২ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চট্রগ্রাম জেলা প্রশাসন এবং বিএসটিআই, চট্টগ্রাম বিভাগীয় অফিস এর সমন্বয়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

২৩ জানুয়ারী (সোমবার) পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার আওতাধীন মেসার্স বেক এন ফাস্ট নামীয় প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক পণ্যের লাইসেন্স না থাকার অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২,০০০০০/টাকা জরিমানা ও ২ বছরের জেলের রায় প্রদান করলে প্রতিষ্ঠানের মালিক জরিমানা পরিশোধ না করায় উক্ত প্রতিষ্ঠানটি সীলগালা করে দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মামলা প্রদান করেন।

উক্ত অভিযান নেতৃত্ব দেন জেলা প্রশাসন চট্টগ্রাম এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত এবং বিএসটিআই, চট্টগ্রামের কর্মকর্তা জনাব ফারহানা জাহান পারুল, জনাব মোঃ আবদুর রহীম, জনাব নূরে আলম মোঃ ফিরোজ, ফিল্ড অফিসার (সি এম) অংশগ্রহণ করেন।
চট্রগ্রাম বিএসটিআইয়ের সহকারী পরিচালক জনাব মোস্তাক আহম্মেদ বলেন জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত