বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন

কেরানীহাট বাজারে উপজেলা প্রশাসানের অভিযান : ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
আজ সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং খাবারের হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা, অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ প্রতিষ্ঠানকে মামলা ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস ব্যবসায়ীদের পণ্যের দাম স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা প্রদর্শন , মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার কামাল, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত