নাজিম উদ্দিন (হাটহাজারী প্রতিনিধি):
চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভায় মনোরম পরিবেশে অবস্থিত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংবর্ধনা অভিভাবকদের নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে অবিহিত করণ, বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠান স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়।
(১৩ সেপ্টেম্বর) বুধবার মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক ড. মীর আবু সালেহ মোহাম্মদ শামসুদ্দীন, প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাঈনুদ্দীন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ খাইরুন্নবী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মোঃ আব্দুল খালেক, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষানুরাগী সদস্য নুর নাহার বেগম, পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি সোলায়মান সওদাগর, আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি খন্দকার।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিতি ছিলেন।