শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে মিরসরাই নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং ২৬৮৩) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩০ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত উক্ত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান নিজামী।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আবুল কাশেমসহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিরা।
সভায় বিভিন্ন নেতৃবৃন্দরা তাদেরকে অবহেলা ও অধিকার নিয়ে কথা বলেন।
আলোচনা সভার শুরুতেই এ বছরে যে সকল শ্রমিক কর্মরত অবস্থায় দূর্ঘটনা জনিত মৃত্যু বরন করেছে এবং ১৮৮৬ সালে শিকাগো শহরে শৃংখল মুক্ত অবস্থা থেকে মুক্তির জন্য যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত আলোচনা সভার সভাপতি জনাব আজিজুর রহমান নিজামী অবহেলিত নির্মাণ শ্রমিকদের সংগ্রাম পরিষদের ৬ দফা দাবিনামা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যেহেতু আমারা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি সেহেতু আমরা বাংলাদেশ নির্মাণ শ্রমিক সহ সকল শ্রমিকদের আন্তর্জাতিক মজুরি নির্ধারণ করার দাবি রাখি।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক (আই,এল,ও) আইন মতো শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ করা হয় এবং অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা হয়। তাই আমারা শ্রমিকরা এধরণের সুযোগ সুবিধা পাওয়ার দাবি রাখি।নির্মাণ শ্রমিকদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে ১০% কৌটা দেওয়ার দাবি রাখি।
দেশের বড় বড় শহর গুলোতে নির্মাণ শ্রমিকরা ঝুঁকি নিয়ে বড় বড় বিল্ডিং নির্মাণ করেন। কিন্তু তাদের স্বাস্থ্য সম্মত ভাবে থাকার কোন অবস্থান নেই। তাই উপজেলাসহ সকল সিটি গুলোতে নির্মাণ শ্রমিকদের জন্য সরকারি খাস জমি থেকে বাসস্থান তৈরি করে দেওয়ার দাবি জানায়।
পরিশেষে তিনি বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও কোন রাজনৈতিক দল নির্মাণ শ্রমিকদের ব্যাপারে অবিভাবক হিসেবে কোন দায়িত্ব গ্রহণ করেন নাই। তাই বাংলাদেশ নির্মাণ শ্রমিক তাদের পক্ষে কথা বলার জন্য সংসদ ভবন পর্যন্ত তাদের প্রতিনিধি দাবি রাখে।